বাস-ট্রাক ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

Looks like you've blocked notifications!
আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে দেশের বিভিন্ন জেলায় শুরু হওয়া বাস-ট্রাক ধর্মঘট প্রত্যাহারের জন্য শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘আমি সড়ক পরিবহনের নেতাদের প্রতি অনুরোধ করছি আইন মেনে চলুন। আইন করা হয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশে নয়, কাজেই অবরোধ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’

আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।  

এ সময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলটি সবকিছুতে ব্যর্থ হয়ে এখন ইস্যু খোঁজার চেষ্টা করছে। তিনি বলেন, ‘বিএনপি আজ ভারত নিয়ে কথা বলে। তাঁরা চুক্তি নিয়ে কথা বলেন। কিন্তু চুক্তি আর সমঝোতা স্মারকের পার্থক্যই তারা বোঝেন না। শেষবেলায় বিএনপি নেতারা আজ ইস্যু খুঁজে বেড়াচ্ছেন। তাদের হাতে কোনো ইস্যু দেওয়া হবে না।’  

ওবায়দুল কাদের দলীয় নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সন্ত্রাস, টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি চলবে না। আপনারা সবাই হুঁশিয়ার হয়ে যান, শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। দুর্নীতিবাজদের মেরুদণ্ড ভেঙ্গে দেওয়া পর্যন্ত শেখ হাসিনার অ্যাকশন চলবে। দুর্নীতি আর দুর্নীতিবাজদের চক্র ভেঙে দিতে হবে। আমাদের নেত্রীর এত ত্যাগ-তিতিক্ষা এত সাহস, তার মাধ্যমে এত অর্জন এত উন্নয়ন এসব কিছুর সোনালি ফসল ঘরে তুলতে হবে। মনে রাখতে হবে, উন্নয়ন আর অর্জনের কোনো দাম নাই, যদি আচরণ খারাপ হয়।’

শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জেলা পরিষদ চেয়ারম্যান ডাকসুর সাবেক ভিপি আক্তারুজ্জামানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নেতারা। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।