বাস-মাইক্রোর সংঘর্ষে চিকিৎসক দম্পতিসহ নিহত ৩

Looks like you've blocked notifications!
নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক দম্পতিসহ তিনজনের মরদেহ। ছবি : এনটিভি

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর এলাকার এ হতাহতের ঘটনা ঘটে।

নিহহতরা ডা. জহিরুল হক ও তাঁর স্ত্রী ডা. তুহিন। তাদের বাড়ি নরসিংদীর মরজাল গ্রামে। তারা রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে কর্মরত রয়েছেন। অপর নিহত ব্যক্তি মাইক্রোবাসের চালক খোকন।

পুলিশ জানিয়েছে, নিহত চিকিৎসক জহিরুল হক ও তাঁর স্ত্রী ঈদ উপলক্ষে ঢাকা থেকে নরসিংদীর মরজাল গ্রামের বাড়ি যাচ্ছিল। এ সময় তাদের গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর এলাকায় পৌঁছালে ভৈরব থেকে আসা একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে ঘটনাস্থলেই দুই চিকিৎসক ও মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হন। আহত হন বাসের পাঁচ যাত্রী।

আহতদের উদ্ধার করে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা নূর হায়দার তালুকদার বলেন, ‘প্রতিযোগিতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বাসটিকে জব্দ করা হয়েছে।’