বাড়ির সীমানার বিরোধে ভাতিজাকে বুকে গুপ্তি ঢুকিয়ে হত্যা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/02/16/gopaalgnyj.jpg)
বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গোপালগঞ্জে চাচা নাহিদুল ইসলাম শেখ ভাতিজা কলেজছাত্র ইসমাইল শেখ লিওনকে (১৭) বুকে গুপ্তি ঢুকিয়ে হত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ পৌরসভার গোবরা নিলারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিওন শেখ গোবরা গ্রামের মধ্যপাড়ার ইব্রাহীম শেখের ছেলে। নিহত লিওন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
এ ঘটনায় চাচা নাহিদুল শেখ (৩৫) আহত হওয়ায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি পুলিশের নজরদারিতে রয়েছেন বলে জানা গেছে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে জানান, বসতবাড়ির সীমানা প্রাচীর নিয়ে ইব্রাহীম শেখের সাথে চাচাতো ভাই নাহিদুল শেখের বিরোধ চলে আসছিল। আজ বৃহস্পতিবার বাড়ির সীমানার বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে নাহিদুল শেখ চাচাতো ভাই ইব্রাহীম শেখকে গালিগালাজ করতে শুরু করেন। তখন ইব্রাহীম শেখের ছেলে লিওন তার চাচা নাহিদুল শেখকে গালিগালাজ করতে নিষেধ করার একপর্যায়ে তার হাতে থাকা ধারালো গুপতি লিওনের বুকে ঢুকিয়ে দেয়। তখন ইব্রাহিম শেখ ছেলে লিওনের রক্তাক্ত অবস্থা দেখে নাহিদুল শেখকে এলোপাতাড়িভাবে মাথা, মুখ, পাসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, পরে স্বজনরা লিওন ও নাহিদুল শেখকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক লিওনকে মৃত ঘোষণা করেন। আহত নাহিদুল শেখকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। তবে তিনি পুলিশের নজরদারিতে রয়েছেন।