বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/22/raja-pur-thana_0.jpg)
ঝালকাঠিতে এক মাদ্রাসাছাত্রীকে (১২) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে গতকাল মঙ্গলবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত দুজন হলেন সাগর খান (১৮) ও হেমায়েত খলিফা (৪০)।
জানা যায়, ওই কিশোরী গত রোববার বিকেলে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় প্রতিবেশী জালাল হাওলাদার ও সাগর খান জোর করে স্থানীয় হেমায়েত খলিফার বাড়িতে নিয়ে যান। ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করেন। পরে এ ঘটনা কাউকে না বলতে মেয়েটিকে ভয়ভীতি দেখানো হয়। এমনকি এ কথা কাউকে জানালে মেয়েটিকে মেরে ফেলার হুমকি দেন তাঁরা। মেয়েটি সেখান থেকে ফিরে এসে বিষয়টি পরিবারকে জানায়।
এ ঘটনায় মেয়েটির বাবা গতকাল রাতে রাজাপুর থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ রাতেই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক।