বাড়ি ভাড়ার কথা বলে ডেকে নিয়ে ব্ল্যাকমেইল, নারীসহ গ্রেপ্তার ৫
বাড়ি ভাড়া দেওয়ার কথা বলে পরিকল্পিতভাবে নারী দিয়ে অপহরণ ও পুলিশ পরিচয়ে চাঁদা আদায় চক্রের সঙ্গে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে টাকা, ওয়াকিটকি, পুলিশের মনোগ্রাম ছাপানো কার্ড হোল্ডার ও পুলিশের ব্যবহৃত জুতা উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলন করে আজ মঙ্গলবার দুপুরে পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক বলেন, ‘রাজশাহী কলেজের ছাত্র সোহেল রানা ফেসবুকে বাড়ি ভাড়া নেওয়ার জন্য পোস্ট দেন। তা দেখে শরিফা আক্তার সাথী নামের এক নারী গত ১৩ এপ্রিল ফোনে সোহেলকে কম টাকায় এক রুম ভাড়া দেওয়ার কথা বলে ডেকে নেন। সোহেলকে নগরীর হড়গ্রাম এলাকার একটি বাড়ি দেখানোর এক পর্যায়ে শরিফা কৌশলে ঘরের দরজা আটকে দেন। এ সময় আগে থেকেই সেখানে থাকা চার ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে শরিফার সঙ্গে সোহেলের আপত্তিকর ছবি তুলতে বাধ্য করে। তারা আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন। এ সময় তারা সোহেলের কাছে থাকা নগদ ও বিকাশের মাধ্যমে প্রায় ১৫ হাজার আদায় করেন।’
ঘটনার পর সোহেল মামলা করলে মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল সোমবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শরিফাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে।