বিএনপিও আন্দোলন করে না, আমরাও করি না : ডা. জাফরুল্লাহ

ইয়াবার মামলায় আসামিদের জামিন হয়। কিন্তু খালেদা জিয়া ও সম্পাদক আবুল আসাদের জামিন হয় না। এর চেয়ে দুঃখজনক ও লজ্জাজনক আর কিছু হতে পারে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক নাগরিক সমাবেশে জাফরুল্লাহ চৌধুরী এ মন্তব্য করেন।
দৈনিক নয়া দিগন্তর সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা বক্তব্য দেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই যে খালেদা জিয়ার সঙ্গে যে অন্যায় হচ্ছে, সেটা বিএনপি কিভাবে সয়ে যাচ্ছে বুঝতে পারি না। বিএনপিও আন্দোলন করে না, আমরাও করি না।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, যেখানে ইয়াবার মামলায় সবাই জামিন পেয়ে যায়, সেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন হয় না, সম্পাদক আবুল আসাদের জামিন হয় না। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না।
প্রবীণ এই মুক্তিযোদ্ধা বলেন, আরো একটি দুঃখজনক ঘটনা ইদানীং লক্ষ্য করছি। সেটা হলো সংখ্যালঘুর ওপর নির্যাতন, তাদের বাড়িঘরে হামলা। একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে এর চেয়ে খারাপ ও দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। কয়েকজন সংখ্যালঘু নেতা একটা ভয়ানক অভিযোগ এনেছেন। তারা মনে করেছেন, কয়েকজন আলেম এর মদদ জোগাচ্ছে। অতএব এটা সরকারের দায়িত্ব, আলেমদের নামে এ ধরনের অপবাদ দেওয়াটা মোটেও ভালো দিক না।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে আপনারা অনেকে বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র কবরে শায়িত। এখন আমরা অপেক্ষায় আছি, আল্লাহু আকবার বলে মাটিচাপা দিব না কি হরি বোল বলে আগুনে পোড়াব। তাই এটাকে মাটি থেকে উঠাতে হলে, গণতন্ত্রকে বাঁচাতে হলে, একটা মাত্র পথ আছে। আমাদের সবাইকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।