বিএনপিকে নির্বাচনের দিকে যাত্রার পরামর্শ ওবায়দুল কাদেরের

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার পাতাল রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : ছবি : বিটিভিতে প্রচারিত সরাসরি সম্প্রচার থেকে নেওয়া

নীরব পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশ এখন নির্বাচনমুখী। আপনারাও নির্বাচনের দিকে যাত্রা শুরু করেন।’

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পাতাল রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ‘সারা দেশ মেট্রোরেলে মেতেছে। লুঙ্গি পরে গ্রামের মানুষ সারা দিন ধরে অপেক্ষা করছে মেট্রোরেলে ওঠার জন্য। মেট্রোরেল আরও আসবে। আরও ছয়টা মেট্রোরেল নতুন সাজে গণপরিবহণে সুসজ্জিত হবে।’

সেতুমন্ত্রী  বলেন, ‘দেশে উন্নয়ন মাত্র শুরু হয়েছে। আরও অনেক উন্নয়ন দেখতে পাবেন। এই উন্নয়নে বিরোধীদলের মনে জ্বালা শুরু হয়েছে। কত যে জ্বালা, পদ্মা সেতুর জ্বালা, উড়াল সেতুর জ্বালা…।’

বিএনপির আন্দোলনে জনগণকে ভয় না পাওয়ার অভয় দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা ভয় পাবেন না। বিএনপির আন্দোলনকে জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে। বিএনপির সবই ভুয়া। সব পথ হারিয়ে বিএনপি এখন পদযাত্রা করছে।’