বিএনপিনেতা কফিল উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

Looks like you've blocked notifications!
সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সহসভাপতি কফিল উদ্দিন। ছবি : এনটিভি

সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সহসভাপতি কফিল উদ্দিনের বিরুদ্ধে সাভারে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে সাভার মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেন আমিনবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান প্রার্থী রকিব আহমেদ।

সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার আগে আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন পরিবহন খাতের বিএনপিপন্থিনেতা কফিল উদ্দিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে এ মামলাটি করার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নজরুল ইসলাম।

মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেলকে।

এসআই আতিকুর রাসেল জানান, মামলা রেকর্ড করা হয়েছে। কফিল উদ্দিনকে গ্রেপ্তারে সাভার এবং ঢাকার একাধিক স্থানে অভিযান চলেছে।