বিএনপিনেতা গৌতম চক্রবর্তী আর নেই
সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী আর নেই। আজ শুক্রবার দুপুর দেড়টায় রাজধানীর বসুন্ধরায় একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল জানান, এর আগে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গৌতম চক্রবর্তী। সেখান থেকে আজ সকালে বসুন্ধরার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।