বিএনপির এমপিরা পদত্যাগ করলেই উপ নির্বাচন: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে তাদের আসন শূন্য ঘোষণা করে উপনির্বাচনের আয়োজন করা হবে।
আজ বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির দলীয় এমপিরা পদত্যাগ করলে সেখানে উপ নির্বাচন হবে। অসুবিধাতো নেই।’ বিএনপির বিভাগীয় সম্মেলনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এ ধরনের সভা তারা গত সাড়ে ১৩ বছর ধরে করে আসছেন। এর আগেও তারা বিভাগীয় সমাবেশ করেছে, জেলা সমাবেশ করেছে। সেই সমস্ত সমাবেশে আবার নিজেরা নিজেরা মারামারি করেছে, নিজেরা নিজেদের সমাবেশ পণ্ড করেছে। এ নিয়ে আমরা চিন্তিত নই।’
তথ্যমন্ত্রী বলেন, ‘তবে বিভাগীয় সমাবেশের নামে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালালে সরকার যেমন জনগণের নিরাপত্তা বিধান করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, তেমনি জনগণ যদি প্রতিরোধের ব্যবস্থা গড়ে তোলে আমাদের দলও জনগণের সঙ্গে থাকবে।’
গতকাল মঙ্গলবার হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে বিএনপির ওপর নির্যাতন, হয়রানি, গ্রেপ্তার চলছে-এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা অনেক সময় অনেক বিবৃতি দেয়। এছাড়া, এমন কিছু সংগঠন আছে যারা বিবৃতি বিক্রি করে। এ ধরনের বিবৃতির তো কোনো মূল্য নেই।’