বিএনপির কোনো উন্নয়ন-অর্জন দেশের মানুষের কাছে নেই : ওবায়দুল কাদের

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির কোনো উন্নয়ন, অর্জন দেশের মানুষের কাছে নেই। সে কারণেই আজ ভোটে তাদের খরা। তাদের ভোট কমে যাচ্ছে, এটা দৃশ্যমান। এটা সরকারেও দোষ নয়। ভোট কম পেলে নির্বাচন কমিশনের দোষ। নির্বাচনের অভিজ্ঞতা থেকে তাদের যে ভোট নেই, সেটা তারা বুঝতে পেরেছে। তারা আজ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে।’

পৌরসভা নির্বাচনে ভোটারদের সাড়া না পেয়ে বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ঐতিহাসিক ৭ মার্চ পালনের কর্মসূচি ঠিক করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

আরেকটি ১৫ আগস্ট ঘটানো হবে, রাজশাহীতে বিএনপির এক নেতার বক্তব্য- বিএনপির দলীয় অবস্থান কি না, তা পরিষ্কার করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আরেকটি ১৫ আগস্ট ঘটানোর জন্য বিএনপি নেতার বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ। মির্জা ফখরুল সাহেবের কাছে আবারও জানতে চাই, রাজশাহীতে তাঁর দলের নেতা প্রকাশ্যে যে বক্তব্য দিয়েছেন-আরেকটি ১৫ আগস্ট ঘটনা ঘটানোর এরকম মানসিকতা, এরকম চরিত্র নিয়েই কি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত করবে? সুবর্ণ জয়ন্তী পালনের মুহূর্তে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার সাহস আপনার দলের নেতা কী করে পেল, এটা আপনাদের দলীয় বক্তব্য কি না, আমি আপনার কাছে জানতে চাই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি যেসব কর্মসূচি পালন করছে, তা লোক দেখানো। উন্নতি ও সমৃদ্ধির পথে ধাবমান বাংলাদেশকে থামিয়ে দেওয়ার জন্য বিএনপি দেশে-বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে।’

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।