বিএনপির জ্যেষ্ঠ নেতা এন আই খান আর নেই
বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এন আই খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে এন আই খান শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন তাঁর ক্যালিফোর্নিয়াপ্রবাসী ছেলে সাদিকুল ইসলাম খান।
সাদিকুল ইসলাম খান বলেন, ‘বার্ধ্যক্যজনিত কারণে তিনি মারা গেছেন।’
এন আই খানের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। সাত সন্তানের জনক এন আই খান বাংলাদেশ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, এফবিসিসিআইর সদস্যসহ অনেক সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
এন আই খানকে তাঁর স্ত্রীর কবরের পাশে আজিমপুর কবরস্থানে আজই দাফন করার কথা জানিয়েছেন সাদিকুল ইসলাম।