বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীসহ অসংখ্য নেতাকর্মী আটক

Looks like you've blocked notifications!
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আজ বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আটক করে পুলিশ। ছবি : সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অসংখ্য নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে, কতজন আটক করা হয়েছে বলতে পারেনি তারা।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অসংখ্য বোমা পাওয়া গেছে জানানোর পর এক প্রশ্নের জবাবে আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেন, ‘বিএনপির অসংখ্য নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে, এই সংখ্যা কত তা কাউন্ট করা হয়নি।’ 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটকের বিষয়ে বিপ্লব কুমার সরকার বলেন, ‘তাঁর বিরুদ্ধে পরোয়ানা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।’

আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করে।

পরে সন্ধ্যা ৬টা ১০ এর দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিএনপি আমানউল্লাহ আমানকেও আটক করা হয়। 

এর আগে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে তুলে নেওয়ার ঘটনা ঘটে। বিকেল ৪টার কিছুক্ষণ পর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাদের গাড়িতে তুলে নিয়ে চলে যায়। দলটির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে আটক করা হয়।