বিএনপির দেড় হাজার নেতাকর্মী গ্রেপ্তারের অভিযোগ

Looks like you've blocked notifications!
বিএনপির লোগো। ছবি : সংগৃহীত

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে প্রায় দেড় হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া বাড়ি বাড়ি তল্লাশি, নির্যাতন চলছে। এতে দেশে ভীতি ও ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গতকাল সোমবার এমন অভিযোগ করা হয়। আজ মঙ্গলবার  গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের সভায় ঢাকার সমাবেশকে কেন্দ্র করে পুলিশ বাহিনীকে ব্যবহার করে মিথ্যা মামলা, গ্রেপ্তার এবং পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয়। সেখানে এসব বন্ধ করে গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভা মনে করে— বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশ নস্যাৎ করার হীন উদ্দেশে এই ধরনের নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার করে পরিস্থিতি উদ্বেগজনক ও ভীতিকর করে তুলতে চাইছে তারা।