বিএনপির নেতা সাইফুল্লাহ মিঁয়াজী আর নেই
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সাইফুল্লাহ মিঁয়াজী (৮১) আর নেই। আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান সন্ধ্যায় এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুল্লাহ মিঁয়াজী স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রাজাপাড়ায় নেওয়া হবে।
আজ বাদ এশা মরহুমের নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাইফুল্লাহ মিঁয়াজীকে দাফন করা হবে।