বিএনপির সঙ্গে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন আইনজীবীর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনে তাঁর নাম যুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শেরপুরের এক আইনজীবী। আজ শুক্রবার জেলা শহরের গাঙ্গিনাপাড়ে নিজ চেম্বারে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
জেলা জজ আদালতের ওই আইনজীবী হলেন সাব্বির হাসান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইনজীবী সাব্বির হাসান জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে কখনো জড়িত ছিলেন না। তাঁর কোনো মতামত না নিয়েই তাঁকে যুবদলের আইনবিষয়ক সম্পাদক, জিয়া পরিষদের নির্বাহী পরিষদের সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহদপ্তর সম্পাদক হিসেবে পদায়ন করা হয়েছে। এসব পদের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনে তিনি বিএনপির নেতাদের কাছে তা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার জন্য বলেন। কিন্তু তাঁর নাম সেসব কমিটি থেকে বাদ না দেওয়ায় তিনি এই সংবাদ সম্মেলন করছেন।
সংবাদ সম্মেলনে ওই আইনজীবী লিখিত ও মৌখিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন—এমন ঘোষণা দেন।
এ বিষয়ে জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ জানিয়েছেন, যেখানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনে পদের জন্য মানুষের কাড়াকাড়ি চলে, সেখানে না জানিয়ে কাউকে জোর করে পদ দেওয়ার প্রশ্ন কতটা যৌক্তিক, তা ভেবে দেখা উচিত। আর তাঁর এমন সংবাদ সম্মেলনের কারণও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। হয়তো তাঁর ওপর কোনো মহল থেকে চাপ এসেছে, তাই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন তিনি।