বিএনপির সমাবেশে যোগ দিতে ড্রামের ওপর ভেসে এলেন তারা
বরিশালে সকল ধরনের যাত্রীবাহী যানবাহন বন্ধ থাকায় বিভিন্ন পন্থায় বিএনপির সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। কেউ নৌকা, আবার কেউ ভেলায় ভেসে বরিশালে এসেছেন তারা। দুপুর পৌনে ৩টার দিকে ড্রামের ওপর ভেসে কয়েকজন নেতাকর্মীকে বরিশাল খেয়াঘাটে পৌছাতে দেখা যায়। সেখান থেকে সমাবেশস্থলে আসেন তারা।
ড্রামে ভেসে আসা মো. রনি বলেন, সব কিছু বন্ধ করছে যাতে সমাবেশস্থলে আমরা আসতে না পারি। তাই ড্রামের ওপর ভেসে বরিশালে এসেছি। সমাবেশ সফল করতেই হবে আমাদের।
আরেকজন শাওন বলেন, গণতন্ত্র মুক্ত করার আন্দোলনে কোনো ছাড় নয়। একজনকে কীর্তণখোলা নদী সাঁতরে আসতে দেখেছি। আমরা কোনো উপায় না পেয়ে ড্রামের ওপর ভাসতে ভাসতে আসছি ৭ জন। খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন চলবে।
বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) আজ শনিবার দুপুরে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এজেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির যুগ্ম মহাসচির মজিবুর রহমান সরোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবীব উন নবী খান সোহেল, বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন, অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুসহ অঙ্গ ও সহযোগী দলের নেতারা বক্তব্য দেন। এছাড়া বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।