বিএনপির সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম আর নেই
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনের সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম আর নেই। আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে সিলেট মাউন্ট এডোরা হসপিটালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দিলদার হোসেন সেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।
দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে সিলেট নগরের মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই তিনি বুধবার রাত পৌনে ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘মরহুম দিলদার হোসেন সেলিম ছিলেন একজন কর্তব্যপরায়ণ এবং আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ। বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী মরহুম দিলদার হোসেন সেলিম রাজনীতিতে নিজের সুনাম অক্ষুন্ন রেখেছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে তিনি নিজ এলাকায় যে সাহসী ভূমিকা পালন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। রাজনীতিতে তাঁর অংশগ্রহণের মূল উদ্দেশ্যই ছিল সমাজসেবার বৃহত্তর কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। ক্রান্তিকালেও তিনি দলের নীতি, আদর্শ ও কর্মসূচি পালন থেকে ন্যূনতম বিচ্যুৎ হননি। তাঁর মৃত্যুতে সিলেট বিভাগীয় বিএনপির যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। তিনি ছিলেন একজন কারা নির্যাতিত নেতা। দলের জন্য তাঁর সাহসী ভূমিকা নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে। দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে আমি তাঁর পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাঁকে বেহেস্ত নসিব এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি মরহুম দিলদার হোসেন সেলিমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকবিহ্বল পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’
এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
দিলদার হোসেন সেলিম সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান সংলগ্ন রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদের নির্বাচনে সিলেট-৪ থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনেও বিএনপি থেকে অংশগ্রহণ করে পরাজিত হন। ২০১৪ সালের নির্বাচনে দলীয় সিদ্ধান্তে অংশগ্রহণ করেননি।