বিএনপির স্বপ্ন পূরণ হবে না : কৃষিমন্ত্রী

Looks like you've blocked notifications!
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক আজ রোববার বিকেলে রাজধানীর খামারবাড়িতে বিএআরসি মিলনায়তনে বক্তব্য দেন। ছবি : সংগৃহীত

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপিসহ সরকার বিরোধীরা দেশে খাদ্য সংকট হবে বলে দিবাস্বপ্ন দেখছে। তাদের সে স্বপ্ন পূরণ হবে না। দেশে খাদ্য সংকট হবে না, আর শ্রীলঙ্কার মতোও হবে না।

রাজধানীর খামারবাড়িতে আজ রোববার বিকেলে বিএআরসি মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন (বিএসএ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘বিএনপি অতীতে জ্বালাও পোড়াও করে আন্দোলন করেছে, মানুষ হত্যা করেছে, পাওয়ার প্লান্টে আগুন দিয়েছে, রেললাইন তুলে নিছে, জানমালের ক্ষতি করেছে—সেরকম আন্দোলন আর এদেশে হবে না। বর্তমান সরকার নির্বাচিত সরকার, বৈধ সরকার। মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।’

মন্ত্রী বলেন, ‘আমরা চালের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছি। সেজন্য ব্রি-২৮সহ পুরোনো জাতের ধানের পরিবর্তে নতুন উদ্ভাবিত বেশি উৎপাদনশীল জাত চাষ করতে হবে। ব্রি নতুন নতুন জাত নিয়ে এসেছে। ব্রি-ধান ৮৯, ৯২, ১০০সহ নতুন জাতগুলো প্রতি বিঘায় ৩০ মণের বেশি উৎপাদিত হয়। বিঘাতে ২০ মণের জায়গায় যদি ৩০ মণ হয়, এটি বিরাট বিপ্লব। এ বিষয়ে সবার একত্রে কাজ করতে হবে, যাতে কৃষকের কাছে দ্রুত জাতগুলো পৌঁছায়।’

বীজ কোম্পানির উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সিড কোম্পানিগুলোকে আধুনিক হতে হবে। এখনো কিছু কিছু কোম্পানির প্রতারণার প্রবণতা আছে। সেখানে মানুষকে বিশ্বাসের জায়গায় নিয়ে আসতে হবে।’

বিএসএর সভাপতি এম আনিস উদ দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ সাজ্জাদ, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম বক্তব্য রাখেন।