বিএনপি এখনও বড় দল : মির্জা ফখরুল

Looks like you've blocked notifications!
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৪৪তম প্রতিবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন। ছবি : সংগৃহীত

বিএনপি এখনও বড় দল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ৪৪তম প্রতিবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। একইসঙ্গে দলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।

কার্যালয়ে সামনে ট্রাকের উপরে অস্থায়ী মঞ্চে শোভাযাত্রার আগে সমাবেশ বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। পরে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীদের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘আসুন বেগম খালেদা জিয়ার মুক্তি, নতুন সংসদ ও নির্বাচনের দাবি আদায় করে এবং আমাদের ভাইদের রক্তের প্রতিশোধ নিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মধ্যে জনগণকে সম্পৃক্ত করে এদেরকে পরাজিত করি। এই হোক আজকে আমাদের লক্ষ্য।’

বিএনপি মহাসচিব বলেন, ‘শাওনের হত্যার প্রতিশোধ যদি নিতে চাই, নুর এবং রহিমের হত্যা প্রতিশোধ যদি নিতে চাই, তাহলে আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে রাজপথ দখল করে এই আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।’

ফখরুল বলেন, ‘আমাদের দল থেকে খুব পরিষ্কার করে বলেছি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই আওয়ামী লীগ সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই। এই সরকারকে আমরা বাধ্য করব, তাদের পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে। আমরা বাধ্য করব, এই সংসদকে বিলুপ্ত করে দিয়ে নতুন নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে নতুন সংসদ গঠন করে নতুন সরকার নির্বাচিত করতে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই র‍্যালির মধ্যে দিয়ে সমগ্র দেশবাসী এবং বর্তমান সরকারকে জানিয়ে দেব, বিএনপি এখনও সবচেয়ে বড় দল। বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দলকে বিকশিত করেছেন এবং জনগণের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যিনি এখনো এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শামা ওবায়েদ, প্রচার সস্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।