‘বিএনপি-জামায়াতের ইন্ধনে পরিকল্পিতভাবে কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে’
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘কুমিল্লায় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রতিমার পায়ে পবিত্র কোরআন রেখেছিল-এ কথা পাগলেও বিশ্বাস করবে না। এটা রাখাই হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার জন্য। বিএনপি-জামায়াত জোটের ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে। এর মাধ্যমে তারা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।’
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও জেলা সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
হানিফ কুমিল্লার প্রসঙ্গে আরও বলেন, ‘সরকার ইতোমধ্যে এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব এজেন্সি মাঠে রয়েছে। আমরা পরিষ্কারভাবে বার্তা দিতে চাই যে, যারা এ ধরনের ঘটনা ঘটিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশকে অস্থিশীল করতে চায়, তাদের কঠোর হাতে দমন করা হবে।’
দেশের সব ধর্ম-বর্ণের মানুষের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলার পাশাপাশি মৌলবাদী চক্রের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ারও আহ্বান জানান মাহবুব উল আলম হানিফ।
পরে নবনির্বাচিত কমিটির নেতারা মাহবুব উল আলম হানিফকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।