‘বিএনপি-জামায়াত দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, বর্তমান সরকার মূলোৎপাটন করছে’

Looks like you've blocked notifications!
কুষ্টিয়া সদর উপজেলা অডিটরিয়ামে আজ বুধবার সকালে উপজেলার বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের উদ্দেশে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। ছবি : এনটিভি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিপক্ষে জিরো টলারেন্স ঘোষণা করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণেই এখন সব সামনে আসছে।

কুষ্টিয়া সদর উপজেলা অডিটরিয়ামে আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন মাহবুব-উল-আলম হানিফ।

হানিফ বলেন, ‘এখন যেসব দুর্নীতি দেখা যাচ্ছে, সেগুলো দীর্ঘদিন ধরে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়ে আসছে। আওয়ামী লীগ নয়, বিগত বিএনপি-জামায়াত সরকার এসব দুর্নীতিকে লালন-পালন করে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। সেটারই মূলোৎপাটন হচ্ছে এখন।’

মাহবুব-উল-আলম হানিফ আরো বলেন, এখন সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযানের বিরুদ্ধে কথা বলা মানেই হলো দুর্নীতিবাজদের পক্ষ নেওয়া ও দুর্নীতিকে রক্ষা করা। সারা দেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু বিএনপির চোখে তা পড়ে না। তারা কোনো উন্নয়ন দেখতে পায় না, কারণ তারা কোনো উন্নয়ন করতে পারেনি। সেই ব্যর্থতা ঢাকতে তারা এখন সরকারের বিরুদ্ধে বিষোদগার করে জনগণের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।’

আজকের অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।