বিএনপি মহাসচিবের কাছে স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিতদের স্মারকলিপি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে স্মারকলিপি দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিতরা। গত মঙ্গলবার (৯ মে) দুপুর সাড়ে ১২টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই স্মারকলিপি দেন তারা। ওই স্মারকলিপিতে নবগঠিত স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনে অনিয়ম, বিশৃঙ্খলা ও অসাংগঠনিক কার্যক্রমের প্রতিকার চাওয়া হয়েছে।
স্মারকলিপি প্রদানকারী নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত ২০ এপ্রিল ২০২৩ প্রকাশিত স্বেচ্ছাসেবক দলের ২১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে গত কমিটির পাঁচ ভাগের চারভাগ নেতৃবৃন্দকে বাদ দিয়েছেন এবং এই পদবঞ্চিত নেতৃবৃন্দের বেশিরভাগই রাজপথে সক্রিয়। তারা অসংখ্য মামলা-হামলার শিকার ও সাবেক ছাত্রনেতা। পক্ষান্তরে , নতুন কমিটিতে যাদের গুরুত্বপূর্ণ পদসহ বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে, তাদের বেশিরভাগই রাজনৈতিক কর্মকাণ্ডে অনিয়মিত ও পূর্বের রাজনৈতিক জীবনবৃত্তান্ত দুর্বল।
তারা বলেন, পদবঞ্চিতরা শুধু তাদের পদ নয়, বরং সংগঠনের স্বার্থে বিএনপির মহাসচিবের কাছে স্মারকলিপি দিয়েছেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশ্রাফ উদ্দিন রুবেল, মাহবুবুর রশীদ মাহবুব, সওগাতুল ইসলাম সগীর, সহসাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবির, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সাফায়েত হোসেন রিপন, সমাজসেবা সম্পাদক আব্দুল হান্নান, সংস্কৃতিক সম্পাদক মির্জা ইয়াছিন আলী, সহসাংস্কৃতিক সম্পাদক কিউ এইচ এম ওয়াহিদুজ্জামান রাজন, অর্থ সম্পাদক মুসফিকুর রহমান লেনিন, নাট্য সম্পাদক সোলায়মান সোহেল, সমবায় সম্পাদক মোশারেফ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক আবু সাঈদ ভুঁইয়া, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, আবু জাফর বাদল, সহসাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন আহম্মেদ, শরীফ ফেরদৌস, আমিনুল ইসলাম লিপন, আনিছুর রহমান আনিছ, আকরামুজ্জামান টোকন, আশ্রাফ উদ্দিন জনি, ডালিম সিকদার, রবিউল ইসলাম পলাশ, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফুল, সহপাঠাগার সম্পাদক মাহবুবুল ইসলাম মিল্টন, সহগণযোগাযোগ সম্পাদক সাইদুজ্জামান মিন্টু, সহসম্পাদক খোরশেদ আলম, সদস্য জহিরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা জাহিদুল বারী প্রমুখ।