‘বিএসএমএমইউয়ে স্থাপন হবে মাতৃগর্ভে ত্রুটি নির্ণয়ের যন্ত্র’

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ আজ সোমবার বাংলাদেশ শিশু হরমোন সোসাইটি আয়াজিত তৃতীয় আন্তর্জাতিক শিশু হরমোন সম্মেলনে বক্তব্য দেন। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশু জন্মের আগেই মাতৃগর্ভে ত্রুটি নির্ণয়ের যন্ত্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ। আজ সোমবার সকালে বাংলাদেশ শিশু হরমোন সোসাইটি আয়াজিত তৃতীয় আন্তর্জাতিক শিশু হরমোন সম্মেলনে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘শিশু জন্মের আগেই মাতৃগর্ভে ত্রুটি নির্ণয়ের যন্ত্র বিএসএমএমইউয়ে স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের সেরা গবেষণা ও সেরা আর্টিকেলের লেখককে ‘ভিসি অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। সময়ের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে আলাদা করে শিশু এন্ড্রোক্রাইনোলজি বিভাগ খোলা হবে। একই সঙ্গে শিশু এন্ড্রোক্রাইনোলজি বিভাগে এমডি কোর্সও চালু করা হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মঞ্জুর হোসেন।

সম্মেলনে বাংলাদেশ ও ভারতের শিশু এন্ড্রোক্রাইনোলজি বিশেষজ্ঞগণ, শিশু চিকিৎসকগণ অংশগ্রহণ করেন।