বিকল জাহাজ উদ্ধারে নিজেই ডুবল লাবনি-৩, নিখোঁজ দুই নাবিক
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ভাষানচরের কাছে বঙ্গোপসাগরে ডুবে গেছে লাবনি-৩ নামের একটি উদ্ধারকারি জাহাজ। এতে দুই নাবিক নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর চার নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার গভীর রাতে বিকল একটি জাহাজকে উদ্ধার করতে এলে এ দুর্ঘটনা ঘটে।
কোস্টগার্ড জানায়, গতকাল গভীর রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি লাইটারেজ জাহাজ ভাষানচর সংলগ্ন বঙ্গোপসাগরে এসে বিকল হয়ে যায়। খবর পেয়ে চট্টগ্রাম থেকে এমভি লাবনি-৩ নামের একটি টাগবোট বিকল জাহাজটি উদ্ধার করতে রওনা দেয়। বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় রাতে উদ্ধারকারী জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে হাতিয়া কোস্টগার্ড সদস্যরা আজ বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালায়। দুপুরের দিকে ভাষানচরের কাছে চার নাবিককে জীবিত উদ্ধার করে।
জাহাজে থাকা আরো দুই নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানায় কোস্টগার্ড।
উদ্ধারকৃত নাবিকদের কোস্টগার্ড হাতিয়া স্টেশনে নিয়ে আসে। তাদের বাড়ি চট্টগ্রাম, ফেনী ও ঝালকাঠি জেলায় বলে জানা যায়।
হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিত বডুয়া বলেন, ‘উদ্ধারকারি জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ার পর থেকে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।’