‘বিচারকদের সঙ্গে আইনজীবীদের অসৌজন্যমূলক আচরণ ভবিষ্যতে ক্ষমা করা হবে না’
বিচারকদের সঙ্গে আইনজীবীদের অসৌজন্যমূলক আচরণকে ভবিষ্যতে ক্ষমা করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার সকালে বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই কথা জানান।
আদালত বলেন, পরপর দুটি বারে এমন ঘটনা ঘটল। এবার মাফ করা হলো। কিন্তু ভবিষ্যতে আর ক্ষমা করা হবে না।
এ বিষয়ে সব জেলা আইনজীবী সমিতিকে সতর্ক বার্তা দিতে বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারকের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাওয়ায় খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলামসহ তিন আইনজীবীকে কঠোরভাবে সতর্ক করেন হাইকোর্ট।
গত ২২ সেপ্টেম্বর খুলনার যুগ্ম জেলা জজ নির্মলেন্দু দাশের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় তিন আইনজীবীর বিরুদ্ধে নালিশ জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়। এরপর তিন আইনজীবীকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেন হাইকোর্ট।
মঙ্গলবার তাঁদের উদ্দেশে আদালত বলেন, ‘আপনারা বিচারকের সঙ্গে যে আচরণ করেছেন, কোনো সভ্য সমাজের মানুষ সেটি করতে পারেন না।’