বিজনেস লিডারশিপ বিষয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ওয়েবিনার

Looks like you've blocked notifications!
বিজনেস লিডারশিপ নিয়ে আইএসইউর ব্যবসায় প্রশাসন বিভাগ একটি ওয়েবিনার আয়োজন করে। ছবি : সংগৃহীত

বিজনেস লিডারশিপের ক্ষেত্রে বিজনেস গ্র্যাজুয়েটদের বিশ্বাসযোগ্যতা, দূরদর্শিতা, কর্মদক্ষতা ও প্রেরণা বিষয়ে বিশেষ দক্ষতা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছেন ফিউচারলিডার্স-এর প্রতিষ্ঠাতা কাজী মাহমুদ আহমেদ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ব্যবসায় প্রশাসন বিভাগ আয়োজিত এক ভার্চুয়াল সেমিনার বা ওয়েবিনারে তিনি এসব বলেন।

কাজী মাহমুদ আহমেদ আরো বলেন, বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠানগুলো কর্মীদের মধ্যে বিনয়, প্রতিষ্ঠানকে ধারণ করা, সাহসিকতা এবং যোগাযোগ দক্ষতা প্রত্যাশা করে ।

আইএসইউ ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন ড. অলি আহাদ ঠাকুরের সঞ্চালনায় ভার্চুয়াল সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান। এই প্রেক্ষাপটে ড. মিজান বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবসায় শিক্ষার পাঠদান পদ্ধতিকে সময়োপযোগী তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।