বিজয়ের স্বাদ পেয়েছি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্মৃতিচারণ করতে গিয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ১৬ ডিসেম্বর বিজয় এলেও বিজয়ের স্বাদ পেয়েছি ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। ওই দিন বঙ্গবন্ধু স্বাধীন দেশের মাটি প্রথম স্পর্শ করেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে স্মরণীয় করতে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে আজ রোববার দুপুর ১২টায় ভোলা সরকারি স্কুল মাঠে আনন্দ র্যালিপূর্ব সমাবেশে তোফায়েল আহমেদ এ কথা বলেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত দেশের মানুষের সেবা করে যাওয়ার কথা ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
তোফায়েল আহমেদ বলেন, আমিসহ জাতীয় চার নেতা সেদিন বঙ্গবন্ধুকে স্বাগত জানিয়েছি।
সাবেক এই মন্ত্রী বলেন, ভোলা জেলা আওয়ামী লীগের মধ্যে কোনো বিরোধ নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করতে হবে। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত ভোলাবাসীর সেবা করার কথা ব্যক্ত করেন।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি দোস্ত মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হামিদুল হক বাহালুল, অ্যাডভোকেট মো. আশ্রাফুজ্জামান লাবু, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির প্রমুখ।
সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের সমাবেশ শেষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা বাদ্য বাজিয়ে মিছিল নিয়ে ওই শোভাযাত্রায় অংশ নেন।