বিদেশিদের কাছে ধরনা দিয়ে সরকার পতনের স্বপ্ন দেখছে বিএনপি : হানিফ

Looks like you've blocked notifications!
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আলোচনা সভায় কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ছবি : এনটিভি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির গুম খুনের অভিযোগ আসলে মিথ্যাচার। এটা বহুবার প্রমাণিত হয়েছে। সরকারের বিরুদ্ধে বলার মতো তাদের কাছে কিছু নেই, তাই তারা মনগড়া মিথ্যাচারে লিপ্ত রয়েছে। মানুষকে বিভ্রান্ত করা, আর বিদেশিদের কাছে ধরনা দিয়ে সরকারের পতনের স্বপ্ন দেখছে বিএনপি।’

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নবগঠিত কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপির আন্দোলন বা সরকার পতনের ঘোষণা তাদের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা মাত্র, জনগণ তাদের সঙ্গে নেই। বিএনপির এসব ঘোষণা নিয়ে মানুষ আর কিছু ভাবে না। বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তান বানানোর স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে।’

‘আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই’, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘আওয়ামী লীগের পায়ের নিচে শুধু মাটিই নয়, মাটি এখন কংক্রিটের মতো শক্ত। আর বিএনপির পায়ের তলায় মাটি নেই বলেই তারা কান্নাকাটি করে বেড়াচ্ছে।’ 

হানিফ বলেন, ‘বিএনপির কর্মসূচিতে সরকার কোনো বাধা দেবে না। তবে, কর্মসূচির নামে নাশকতা করলে কঠোরভাবে দমন করা হবে।’

নবগঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কুষ্টিয়ার অপর সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান প্রমুখ।