বিদেশ থেকে চাল এনে ওএমএসের মাধ্যমে দেওয়া হবে : কৃষিমন্ত্রী
নিম্ন আয়ের মানুষের জন্য বিদেশ থেকে চাল আমদানি করে ওএমএসের মাধ্যমে দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ সোমবার সকাল ১১টায় দিনাজপুর কৃষিপ্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ কথা বলেন।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, সব সময় সরকারের পরিকল্পনা থাকে দেশের মানুষ যাতে খাদ্যে কষ্ট না পায়। সবার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করছি।
উত্তরাঞ্চলে আগে যে মঙ্গা ছিল, এখন তা নেই জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, আগে কার্তিক মাস এলেই উত্তরাঞ্চলের অনেকের ঘরেই খাবার থাকত না। আধা দুর্ভিক্ষের মতো পরিণত হতো। গত পাঁচ থেকে সাত বছরে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।
কৃষিমন্ত্রী বলেন, এ বছর অনেক বেশি সময় ধরে বন্যা হওয়ায় ধানের দাম একটু বেশি। এ বছর সরকার পর্যাপ্ত পরিমাণ চাল কিনতে পারেনি। এ কারণে গুদামে একটু চাল কম।
কৃষিমন্ত্রী বলেন, ‘চালের বাজার নিয়ন্ত্রণ করছে মিলমালিকরা, তাদের নিয়ন্ত্রণ থেকে বাজার ফিরিয়ে আনতে আমরা চেষ্টা করছি।’
মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুরে গম গবেষণা ইনস্টিটিউটে চার দিনব্যাপী কৃষিপ্রযুক্তি প্রদর্শন মেলা শুরু হয়েছে। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের আয়োজনে কৃষিপ্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
এ সময় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এছরাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুল ইসলাম অপু, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানের আগে ফসলের মাঠ ও মেলার স্টল পরিদর্শন করেন কৃষিমন্ত্রীসহ অতিথিরা।