বিদ্যুৎস্পৃষ্টে চিতা বাঘের মৃত্যু, ঘর থেকে বের না হওয়ার পরামর্শ

নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া এলাকায় অলিয়ার রহমানের মুরগির খামারের পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি চিতা বাঘের মৃত্যু হয়। এলাকায় আরেকটি চিতা বাঘ রয়েছে বিধায় সতর্কতা হিসেবে আপাতত রাতে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে বন বিভাগ।
শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে রংপুর বন বিভাগের কর্মকর্তা স্মৃতি রাণী সিংহ বলেন, ‘স্থানীয়দের অপর চিতার আক্রমণ থেকে বাঁচতে আপাতত কয়েকদিন ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরকম বাঘ এই এলাকায় আসে না। মৃত বাঘটির সঙ্গে আরেকটি আছে, যেটি স্থানীয়রাও বলেছেন। এ কারণে সতর্ক থাকতে হবে এবং আমরা বাঘটির সন্ধানে কাজ শুরু করেছি। এই বাঘগুলো ভারত থেকে এসেছে।’
এর আগে মারা যাওয়া বাঘটি উদ্ধার করে রংপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন করবে বনবিভাগ।
শুক্রবার ভোরে অলিয়ার রহমানের খামারের পেছনে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মারা যায় চিতা বাঘটি। এ সময় তার সাথে থাকা অপর বাঘটি চিৎকার শুরু করে। পরে বাঘটি উদ্ধার করে বেঁধে উল্লাস করে উৎসুক মানুষজন।
খামারি অলিয়ার রহমান বলেন, ‘বেশ কিছু দিন থেকে খামারের মুরগি হারিয়ে যাচ্ছিল। অনেক সময় টুঁটি ছিড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আমি মনে করেছি শিয়াল এটা করেছে। এ কারণে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করি। খামারের পেছনে বাঁশঝাড় এবং ভুট্টা ক্ষেত থাকায় এদিক দিয়ে তারা আসে। ভুট্টা ক্ষেতে আরেকটি চিতা বাঘ থাকতে পারে।’
স্মৃতি রাণী সিংহ বলেন, ‘আপাতত এলাকার মানুষদের ঘর থেকে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে। আমরা বাঘটির সন্ধানে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয় করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা বাস্তবায়ন করব।’