বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদারীপুর পৌরসভার কর্মীর মৃত্যু

Looks like you've blocked notifications!
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৌরসভার ওয়াটার সাপ্লাই বিভাগের লাইনমিস্ত্রি শামীম সরদার নিহত হয়েছেন। ছবি : এনটিভি

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৌরসভার ওয়াটার সাপ্লাই বিভাগের এক লাইনমিস্ত্রি নিহত হয়েছেন। আজ বুধবার (১২ এপ্রিল) দুপুরে শহরের শকুনী লেকের দক্ষিণপাড়ে পানির লাইন মেরামতের সময় ওই লাইনমিস্ত্রির মৃত্যু হয়।

নিহত ওই লাইনমিস্ত্রির নাম শামীম সরদার। তিনি ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রাম এলাকার সিদ্দিক সরদারের ছেলে। তিনি মাস্টাররোলে মাদারীপুর পৌরসভায় পানির লাইনমিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

পৌরসভার সচিব খন্দকার ইলিয়াস আহমেদ ফিরোজ বলেন, আজ দুপুরে শহরের শকুনী লেকের দক্ষিণপাড়ে পানির লাইন মেরামত করার সময় একটি মোটরের লাইন থেকে শামীম বিদ্যুতায়িত হন। পরে দ্রুত তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘পৌরসভার স্টাফ শামীমের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’