বিপিএম-পিপিএম পদক পেলেন যারা
দেশপ্রেম ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশের বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) ও পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ পদক) পদকপ্রাপ্ত ১১৫ জন পুলিশ সদস্যকে পদক পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ পদক পরিয়ে দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গত পহেলা জানুয়ারি পদকপ্রাপ্ত ১১৫ জনের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
২০২২ সালের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার ১৫ জন পুলিশ সদস্য বিপিএম এবং ২৫ জন পিপিএম পেয়েছেন।
এ ছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জন পুলিশ সদস্য বিপিএম-সেবা এবং ৫০ জন পিপিএম-সেবা পদক পেয়েছেন।
পদকপ্রাপ্তদের তালিকা নিচের লিংকে পাওয়া যাবে।