বিভাগ হলে কুমিল্লার নামেই হতে হবে : আ ক ম বাহাউদ্দিন বাহার
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘কুমিল্লা এগুবে, এগুবে বাংলাদেশ। কুমিল্লা শিক্ষা, সংস্কৃতিতে অনেক জেলার চাইতে এগিয়ে। তাই বিভাগ হলে কুমিল্লার নামেই হতে হবে। অন্য কোনো নামে বিভাগ কুমিল্লাবাসী মেনে নেবে না।’
আজ শনিবার দুপুরে কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউ উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন।
বাহার আরও বলেন, ‘চিকিৎসকদের সেবার মান নিয়ে হাসপাতাল পরিচালনা করতে হবে। ব্যবসা করতে গিয়ে যেন কোনো রোগী হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকায় নয়, এখন কুমিল্লায় চিকিৎসা সেবার মান অনেক ভালো হচ্ছে। চিকিৎসকরা সব ধরনের চিকিৎসা সেবা দিতে প্রস্তুত আছে। কুমিল্লার হাসপাতালগুলোতে চিকিৎসার মানও ভালো হচ্ছে।’
কুমিল্লা ট্রমা সেন্টারের পরিচালক মো. সফি উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কুমিল্লার সাবেক সভাপতি সহিদ উল্লাহ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমান জসীম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. মোরশেদ আলম, বিশিষ্ট অর্থোপেডিক ডা. মো. আবদুল হক, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিমসহ অনেকে।