বিভিন্ন জেলায় ডিসিকে বিএনপির স্মারকলিপি
বাজারে চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, মরিচ, গুঁড়াদুধ, শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বিএনপি। সারা দেশ থেকে এনটিভির প্রতিনিধিদের পাঠানো খবর :
মো. লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষে এ স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুঁইয়া।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি সুলতানুল ফেরদৌস, আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক মামুন উর রশিদসহ দলের অন্য নেতাকর্মীরা।
স্মারকলিপিতে জানানো হয়, বাজারে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। জ্যামিতিক হারে এই দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী নীতির বহিঃপ্রকাশ। গত ১০ বছরে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে ৯০ শতাংশ, গ্যাসের ১৪৪ শতাংশ, ডিজেল ৮২ এবং পানির দাম বেড়েছে ২৬৪ শতাংশ। এই দাম বৃদ্ধি নজিরবিহীন ও অস্বাভাবিক।
স্মারকলিপিতে এ সমস্যা থেকে উত্তরণে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানায়।
নূর আলম, নীলফামারী
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে নীলফামারীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বিএনপি। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি দেন দলটির নেতারা।
এ সময় জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহসভাপতি মাহবুব উর রহমান, সাংগঠনিক সম্পাদক শহীদ জাহাঙ্গীর আলম শেপু, সদর উপজেলা সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার জানান, জনগণের নির্বাচিত সরকার থাকলে এই ধরনের সীমাহীন দাম বৃদ্ধি পেত না। জবাবদিহিতা নেই বলেই দাম বৃদ্ধির পেছনে অনৈতিক সিন্ডিকেট কাজ করছে। পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিএনপি সারা দেশে এই কর্মসূচি পালন করেছে।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে নরসিংদী জেলা বিএনপি।
আজ সকাল ১১টায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুমের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।
খায়রুল কবির খোকন স্বাক্ষরিত স্মারকলিপিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভুইয়া, সহসভাপতি কবির আহমেদ, শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমনসহ বিএনপির নেতাকর্মীরা।
এম. মুনির চৌধুরী, নড়াইল
আজ বেলা সাড়ে ১১টার দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসানের কাছে স্মারকলিপি দিয়েছে। এ সময় স্মারকলিপি প্রদান করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশ বাহিনীর বাধা উপেক্ষা করে জেলা বিএনপির স্মারকলিপি প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী হাসান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মুস্তাফিজুর রহমান আলেক, সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. নবীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব মঞ্জুরুল সাইদ বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সানি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির আজকের এ কর্মসূচি। এ কর্মসূচি সাধারণ জনগণের কর্মসূচি। দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির কারণে বাজারে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যায়। ৭৪-এর দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, মানুষের কথা বলার অধিকার হরণ করেছে আওয়ামী লীগ সরকার। ফ্যাসিস্ট এ সরকার খুন, গুম ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে। সেদিন আর বেশি দূরে নয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে বিএনপি দেশ পরিচালনা করবে ইনশা আল্লাহ।