বিমানবন্দরে ইয়াবাসহ আটক ইপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

Looks like you've blocked notifications!
চিলমারী উপজেলার ধানহাটা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলনকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। ছবি : সংগৃহীত

সৈয়দপুর বিমানবন্দরে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলনের নামে থানায় মামলা হয়েছে। আজ শনিবার সকালে সৈয়দপুর থানায় মামলাটি করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের পরিদর্শক শফিকুল ইসলাম।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ধানহাটা ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এর আগে শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে ঢাকাগামী ইউএস বাংলা উড়োজাহাজের যাত্রী হিসেবে বিমান বন্দরে প্রবেশ করেন রাজ্জাক। পরে তাঁর শরীর তল্লাশি করে ১৫ পিস ইয়াবা পায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এরপর তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’