বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন

Looks like you've blocked notifications!
বিমানবন্দরগুলোতে র‍্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে আজ রোববার সিলেটে মানববন্ধন করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ। ছবি : এনটিভি

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের কথা বিবেচনা করে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে র‍্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ। আজ রোববার দুপুরে সিলেট সিটি পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেশে আটকে পড়া বিপুল সংখ্যক ক্ষতিগ্রস্ত প্রবাসী এই মানববন্ধনে অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা বলেন, দুবাই সরকারের নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর র‍্যাপিড পিসিআর টেস্ট করেই সেদেশে প্রবেশাধিকার পাচ্ছেন প্রবাসীরা। কিন্তু বাংলাদেশের বিমানবন্দরগুলোতে র‍্যাপিড পিসিআর ল্যাবের অভাবে টেস্ট করা হচ্ছে না। ফলে বাংলাদেশি প্রবাসীরা আরব আমিরাতসহ অন্যান্য দেশে প্রবেশ করতে পারছে না। এতে হাজার হাজার প্রবাসী শ্রমিক বিদেশ যেতে পারছে না। পাশাপাশি তাঁরা চাকরি হারাচ্ছেন।

এমন বাস্তবতায় বক্তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর ল্যাব চালুর মাধ্যমে প্রবাসীদের দুবাই ফিরে যেতে সরকারের বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।