বিমানবন্দরে যাত্রীকে চড়, বরখাস্ত হলেন রাজস্ব কর্মকর্তা
ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যাত্রীর সাথে খারাপ আচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম জোনে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর সঙ্গে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সূত্র জানায়, শুক্রবার দিনগত রাতে মালয়েশিয়া থেকে মালিন্দো এয়ারের ফ্লাইটে ঢাকায় আসেন ইমতিয়াজ মাহমুদ। কাস্টম জোনে এলে তাকে জিজ্ঞাসাবাদ করেন এআরও সোহেল রানা। এক পর্যায়ে উত্তেজিত হয়ে সোহেল রানা যাত্রী ইমতিয়াজের গালে চড় দেন বলে অভিযোগ ওঠে। এদিকে সন্দেহের বশে দীর্ঘ সময় যাত্রীকে লাগেজ চেক করার জন্য কাস্টমস ডেস্কে রাখা হয়। যাত্রীর দেহ ও লাগেজ তল্লাশি করা হয়। তল্লাশির পর যাত্রীর সাথে অবৈধ কিছু পাওয়া না যাওয়ায় কাস্টমস থেকে ছেড়ে দেওয়া হয়।
ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার মো. সানোয়ারুল কবির জানান, ‘সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে’।