বিমানবন্দর সড়কে দম্পতি নিহতের ঘটনায় বাসচালক কারাগারে
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় আকাশ-মিতু দম্পতি নিহতের ঘটনায় বাসচালক তসিকুল ইসলামকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদ হোসেন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বাসচালক তসিকুল ইসলামকে একদিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত মঙ্গলবার ওই বাসচালককে গ্রেপ্তার করা হয়। ড্রাইভিং লাইসেন্স থাকলেও তা পেশাদার লাইসেন্স নয় বলে জানায় পুলিশ। পরের দিন বুধবার আসামি তসিকুল ইসলামকে একদিনের রিমান্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।
নথি থেকে জানা গেছে, গত সোমবার সকালে রাজধানী বিমানবন্দর এলাকার প্রধান সড়কে আজমেরী পরিবহণের একটি বাসের চাপায় মারা যান মো. আকাশ ইকবাল ও তাঁর স্ত্রী মায়া হাজারিকা মিতু। আকাশ রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে এবং মায়া হাজারিকা মিতু একটি হোটেলে চাকরি করতেন।
পরে এ ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় সড়ক পরিবহণ আইনের ১০৫ ধারায় মামলা দায়ের করা হয়।