বিশ্ববিদ্যালয় যেন কংক্রিটের বিল্ডিংয়ে সীমাবদ্ধ না থাকে : শিক্ষামন্ত্রী

Looks like you've blocked notifications!
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ শনিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বক্তব্য দেন। ছবি : এনটিভি

সমস্ত শিক্ষার্থীকে উদ্যোক্তা হওয়ার শিক্ষা দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার (২০ মে) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। একইসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় যেন কংক্রিটের বিল্ডিংয়ের মধ্যে শুধু সীমাবদ্ধ না থাকে, সেদিকে নজর দিতে হবে।’

দীপু মনি বলেন, ‘বাংলা ও ইংরেজিতে আমাদের শোনার দক্ষতা খুব কম। আমাদেরকে শেখানো হয় না। শিক্ষার্থীরা যেন সঠিকভাবে শিখতে পারে সেজন্য আমাদের নতুন কারিকুলামে বিষয়টি আমরা অন্তর্ভুক্ত করেছি। যে যেই বিষয়েই পড়ুক না কেন, সমস্ত শিক্ষার্থীকে উদ্যোক্তা হওয়ার শিক্ষাদান করতে হবে।’

বর্তমান যুগে ভাষা, গণিত ও আইসিটি, এই তিনটি না জানা থাকলে নিরক্ষর হিসেবে মনোনীত হবেন বলেও জানান দীপু মনি। 

মন্ত্রী বলেন, ‘একটা সময় ছিল, বিজ্ঞান-প্রযুক্তি থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছিলাম। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছিলেন। আজ দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। চতুর্থ শিল্পবিপ্লবে এসব বিশ্ববিদ্যালয়গুলো অগ্রণী ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয় যেন কংক্রিটের বিল্ডিংয়ের মধ্যে শুধু সীমাবদ্ধ না থাকে, আমাদের সে দিকে নজর দিতে হবে।’

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নাছিম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. দিল আফরোজা বেগম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাবিবুর রহমান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সদস্য ড. সোহেলী আক্তার প্রমুখ।