বিশ্বে করোনায় আক্রান্ত ৬৮ কোটি ৫০ লাখ ছাড়াল

Looks like you've blocked notifications!
করোনার নমুনা সংগ্রহের রয়টার্সের ফাইল ছবি

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে। সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে, আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৫০ লাখ ২৬ হাজার ৪৭৯ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৮ লাখ ৩৮ হাজার ৩৪ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার ৩৯৬ জন এবং মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫৭ হাজার ২২ জনের। 

প্রতিবেশি দেশ ভারতে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৪৯৬ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৯৭৯ জনে।

আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৮ লাখ ৫১ হাজার ৩৭২ জন এবং মারা গেছে এক লাখ ৬৫ হাজার ৮৫৭ জন।