বিড়ির জাল ব্যান্ডরোল তৈরি সিন্ডিকেটের ৪ সদস্য আটক
কুষ্টিয়ায় বিড়ির জাল ব্যান্ডরোল তৈরির অভিযোগে চারজনকে আটক করেছে সিআইডি। গতকাল সোমবার (৩ মার্চ) রাতে সদর ও ভেড়ামারা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রিপন আলী, আলাউদ্দিন, ওসমান আলী বাবলু ও নয়ন আলী।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়া বলেন, ‘গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সদর ও ভেড়ামারা উপজেলার বিভিন্ন স্থানে বিড়ির জাল ব্যান্ডরোল তৈরি করছে একটি চক্র। ওই সংবাদের ভিত্তিতে সিআইডি ও ভ্যাট অফিসের কর্মকর্তারা যৌথ অভিযান চালান। এ সময় ৪৫ লাখ টাকা মূল্যের ব্যান্ডরোলসহ চারজনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়া জানান, আটক করা চারজন জাল ব্যান্ডরোল তৈরি সিন্ডিকেটের অন্যতম সদস্য। দীর্ঘদিন ধরে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোল তৈরি করে আসছে তারা।