বীর মুক্তিযোদ্ধা আফজল খানের দাফন সম্পন্ন
কুমিল্লা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও ১৪ দলীয় জোটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খানের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার দুপুরে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে জেলা শহরের ঠাকুরপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আজ বুধবার বাদ জোহর কুমিল্লা টাউনহল মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে মানুষের ঢল নামে। এ সময় আওয়ামী লীগের কয়েকজন সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেকাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মুক্তিযোদ্ধা কমান্ড, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা বর্ষীয়ান এই নেতার কফিনে ফুলেল শুভেচ্ছা দেন।
এর আগে বেলা ১১টায় কুমিল্লা জেলা আদালত প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আফজাল খানের বড় মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা ও আফজল খানের ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারফেজ খান ইমরান।