বুধবার দায়িত্ব নিচ্ছেন মেয়র আতিকুল
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দ্বিতীয়বারের মতো মেয়র পদে দায়িত্ব নিতে যাচ্ছেন আতিকুল ইসলাম।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম আগামীকাল বুধবার দুপুর ১২টায় দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণ শেষে মেয়র তাঁর নগর ভবনের অফিস থেকে অনলাইন প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন।
পরে রাতে এক প্রতিক্রিয়ায় মেয়র আতিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘খুব কঠিন সময়ে আমি দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিতে যাচ্ছি। আমি সবার সাহায্য চাই।’
বিশেষ করে নতুন মহামারি কোভিড-১৯ এর কথা উল্লেখ করে মেয়র বলেন, ‘সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি তাহলে এই মহামারীকে জয় করতে পারব ইনশাল্লাহ।’
গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জয়ী হন।পরে ২৭ ফেব্রুয়ারি তাঁরা শপথ নেন।