বুলগেরিয়া থেকে এল অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৭০ হাজার টিকা

Looks like you've blocked notifications!
করোনার টিকার ফাইল ছবি

বাংলাদেশ অনুদান হিসেবে বুলগেরিয়া থেকে অ্যাস্ট্রাজেনেকা দুই লাখ ৭০ হাজার ডোজ টিকা পেয়েছে।

আজ বুধবার চালানটি তুর্কি এয়ারলাইনসের একটি কার্গো ফ্লাইটে করে বাংলাদেশে এসে পৌঁছেছে।

এটি কোভিড -১৯ মহামারি মোকাবিলায় যৌথ প্রচেষ্টাকে নির্দেশ করে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজিএইচএস) একজন প্রতিনিধি টিকা চালানটি গ্রহণ করেছেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর বুলগেরিয়ার সরকারি তথ্য সংক্রান্ত ওয়েবসাইট সোফিয়া গ্লোবে জানানো হয়, এর আগে ভুটানকে এক লাখ ৭২ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার ঘোষণা দেয় বুলগেরিয়ার তত্ত্বাবধায়ক সরকার।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে টিকাদানে সবচেয়ে পিছিয়ে রয়েছে বুলগেরিয়া।

৭০ লাখ জনসংখ্যার বলকান দেশ বুলগেরিয়ার হাতে এ পর্যন্ত অনুমোদিত চারটি টিকার প্রায় ৫৪ লাখ ডোজ হস্তান্তর করেছে ইউরোপীয় ইউনিয়ন। গত ১ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র প্রায় ২৩ লাখ ডোজ টিকা দেশটির মানুষজনকে দেওয়া হয়েছে।

এ পর্যন্ত দেশটির ২০ শতাংশ মানুষ কোভিড-১৯ টিকার দুই ডোজ নিয়েছে বলেও জানায় সোফিয়া গ্লোব।