‘বুলবুলে’র প্রভাবে উত্তাল সুগন্ধা-বিষখালী

Looks like you've blocked notifications!

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানার পর উপকূলীয় জেলা ঝালকাঠিতে টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে বইছে দমকা বাতাস। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

এ ছাড়া কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তাল রয়েছে সুগন্ধা ও বিষখালী নদী। স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট ও ফসলের ক্ষেত।

এদিকে চারটি উপজেলার অন্তত ৩০ হাজার মানুষ বিভিন্ন সাইক্লোন শেল্টার এবং স্কুল-কলেজ-মাদ্রাসা ও পাকা ভবনে আশ্রয় নিয়েছে।

গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে তাদের মধ্যে শুকনো খাবার ও খিচুড়ি বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা ও ৩৫০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগেও স্থানীয়ভাবে খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ রাখা হয়েছে।