বৃষ্টিতে মোংলা বন্দরে জাহাজের পণ্য ওঠানামা ব্যাহত

Looks like you've blocked notifications!
বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দর। ছবি : সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে আজ রোববারও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গত ১৭ জুন থেকে টানা পাঁচ দিন মোংলা বন্দরে এ সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। এর প্রভাবে গত দুদিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হলেও গতকাল শনিবার গভীর রাত থেকে তা আবার বাড়তে শুরু করে।

আজ ভোর থেকে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। মোংলাসহ আশপাশের উপকূলীয় এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া।

এদিকে, সকাল থেকে শুরু হওয়া থেমে থেমে ভারি বৃষ্টিপাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ ব্যাহত হলেও স্বাভাবিক রয়েছে বন্দর জেটি, কনটেইনার ও কার ইয়ার্ডের কাজ।