বৃষ্টিভেজা রাজধানীতে ঈদের নামাজ শেষে ঘরবন্দি বাসিন্দারা
ঈদের দিন সকালে আজ মঙ্গলবার রাজধানী ঢাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। রাজধানীতে দিনভর আরও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সরেজমিনে দেখা যায়, কোথাও ঈদের নামাজ শেষ, কোথাও শুরু—এ সময়ে বজ্রপাত শুরু হয়ে বৃষ্টি নামে। এতে করে নামাজ শেষ করে অনেকে দ্রুত বাসায় ঢুকে পড়েন; রাস্তায় চলাচলের সুযোগ হয়নি।
রাজধানীর জাতীয় ঈদগাহে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সকাল ৯টা ২০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। অপরদিকে, যাত্রাবাড়ী এলাকায় ৯টার দিকে বজ্রপাত শুরু হয়ে বৃষ্টি নামে।
বায়তুল মোকাররমে দুটি জামাত শেষে তৃতীয় জামাতের প্রস্তুতি নিচ্ছিলেন মুসল্লিরা। ঠিক এ সময়ে বৃষ্টি শুরু হয়। ওই এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন পাটোয়ারী এনটিভি অনলাইনকে বলেন, ৮টায় ঈদের নামাজ পড়ে মসজিদ থেকে বের হতে না হতেই বৃষ্টি মুখে পড়ি। কোথাও আর যাওয়ার সুযোগ হয়নি।’
এভাবে পুরো রাজধানীতে সকাল ৯টার পর বৃষ্টি নামে। এতে কিছুটা অসুবিধায় পড়েন মুসল্লিরা।
আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, আবহাওয়া অধিদপ্তর আগেই পূর্বাভাসে জানিয়েছিল, ঈদের দিন সারা দেশে বৃষ্টি হবে। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।