বেনাপোলে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
যশোরের বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে চাচা মগর আলীর মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি ভাতিজা হারুন (৪২) ও শামছুর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে যশোর রেল গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রধান আসামি হারুন নিহত মগর আলীর ভাইয়ের ছেলে। অপর আসামি সামছুর রহমানের বাড়িও একই গ্রামে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গত ১৬ এপ্রিল রাত ৮টার দিকে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে মারামারি হয়। এতে মগর আলী গুরুতর আঘাত পেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি হারুনসহ মোট দুজনকে গ্রেপ্তার করা হলো। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।