বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
যশোরের বেনাপোলে স্বর্ণসহ গ্রেপ্তারকৃত পাচারকারী সুমন মিয়া। ছবি : এনটিভি

ভারতে পাচারকালে যশোরের বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ সুমন মিয়া (৩০) নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি।

আজ সোমবার দুপুরে বিজিবির সদস্যরা বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে স্বর্ণসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত স্বর্ণ পাচারকারী সুমন মিয়ার বাড়ি বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, বিজিবির সদস্যরা নাভারণ থেকে বেনাপোলমুখী একটি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রী সুমন মিয়ার শরীর তল্লাশি করেন। এ সময় কোমরে বিশেষ ব্যবস্থায় বাঁধা ১০টি স্বর্ণের বারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সুমন মিয়া এ স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশে বেনাপোল সীমান্তে নিয়ে যাচ্ছিলেন বলে জানান র‍্যাব কর্মকর্তা।

বিজিবি আরও জানায়, সুমনের সঙ্গে থাকা একজন পালিয়ে গেছেন। তার নাম কামরুল ইসলাম (৩২)। তার বাড়িও একই গ্রামে। পলাতক আসামি ও গ্রেপ্তারকৃত স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৬৭ লাখ টাকা বলে জানায় বিজিবি।